পণ্যের অতিরিক্ত গুণাগুণ দাবি করা।
পণ্যের অতিরিক্ত গুণাগুণ দাবি করা।
একজন FBO পণ্যের রোগ নিরাময় বা শরীর সুরক্ষাকারী উপাদান সম্পর্কে কোন মন্তব্য রাখবেন না। শুধুমাত্র Forever Living Products কর্তৃক আনুষ্ঠানিক ভাবে অনুমোদিত অথবা Forever Living Products এর লিখিত সামগ্রীতে উল্লেখিত বক্তব্য ব্যবহার করবেন। কোন FBO- এ ধরনের দাবী করতে পারবেন না যে, Forever Living Products এর পণ্য দ্বারা কোন রোগের চিকিৎসা, প্রতিরোধ, রোগ নির্ণয় বা রোগ নিরাময় হয়। Forever Living Products- এর পণ্যের ঔষধী গুন সম্পর্কে দাবী করা কঠোর ভাবে নিষিদ্ধ। কোন ক্রেতা যদি বর্তমানে কোন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকেন, তাদেরকে তাদের খাদ্য তালিকায় পরিবর্তন আনার পূর্বে চিকিৎসকের পরামর্শ নেয়ার জন্য FBO উপদেশ দিবেন। ধন্যবাদ।
No comments