Forever Arctic Sea Omega-3

ফরএভার আর্কটিক সি ওমেগা-3
একটি সুস্থ দেহ ও জীবনী শক্তির জন্য পরিহার্য প্রয়োজনীয় পুষ্টি সমূহের সমষ্টি হলো ফ্যাটি অ্যাসিড। পুষ্টির এই সমষ্টি দেহের গুরুত্বপূর্ণ কার্যাবলীতে সহায়তা করে, বিশেষ করে দেহের প্রতিটি কোষ সমূহের উপর নিরাপত্তামূলক আবরণ তৈরী করে। আমাদের দেহ ফ্যাটি অ্যাসিড ব্যবহারের মাধ্যমে দেহের ঘাটতি পূরণে অতি গুরুত্বপূর্ণ বডি ফ্যাট তৈরী করে যা প্রয়োজন হয় দেহের ভেতরে অঙ্গ সমূহকে আত্বরক্ষামূলক আবরণ তৈরীতে ও আমাদের শরীরকে উষ্ণ রাখতে। যাই হোক সব ফ্যাটি অ্যাসিডই উপকারী নয়। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড প্রধানতঃ প্রাণী ফ্যাট (চতুষ্পদ জন্তু) থেকে পাওয়া যায় যা শরীরের কোলেস্টেরল বাড়ায় এবং হৃদ রোগের ঝুকি বৃদ্ধি করে। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড শুধুমাত্র বিভিন্ন ভেজিটেবল অয়েল (উদ্ভিজ্জ তেল) থেকে পাওয়া যায় যা গ্রহণে কোলেস্টেরল এবং হৃদ রোগের ঝুকি কমায়।
ফরএভার লিভিং প্রডাক্ট পুষ্টি বিজ্ঞানের গুরুত্বপূর্ণ দিকগুলো বিবেচনা করে সর্বাধুনিক গবেষণার মাধ্যমে তৈরী করেছে সর্বোৎকৃষ্টমানের শরীরের ঘাটতি পূরণে পরিপূরক খাদ্য Forever Arctic Sea Omega-3। Forever Arctic Sea Omega-3 এর সাথে ওমেগা-নাইন ফ্যাটি অ্যাসিডে এর সমন্বয়ে তৈরী Arctic Sea দেয় নিরাপদ, সুষম এবং মার্কারি ফ্রি, শরীরের জন্য অপরিহার্য ভাবে দরকারী খাদ্য যা যুক্তিসঙ্গত ভাবে স্বাস্থ্যপ্রদ কোলেস্টেরল এবং Triglyceride সুষম মাত্রা বজায় রাখতে সাহায্য করে। ফরএভারের  Arctic Sea এর বৈজ্ঞানিক গবেষণার প্রধান সাফল্য এই যে, এটি একটি সুষম পরিপূরক খাদ্য যা সমভাবে সর্বোচ্চ কার্যকারিতার জন্য উদ্ভিজ্জ তেল এবং প্রাকৃতিক ফার্মাসিউটিক্যাল গ্রেড ফিস্ অয়েল থেকে তৈরী।
Omega-3 হচ্ছে Essentinal Polyunsaturated Fatty Acid যা পাওয়া যায় স্যালমন মাছে এবং অন্যান্য Seafood-এ. Omega-9 হচ্ছে Unsaturated Fatty Acid যা অলিভ ওয়েল এর মত উদ্ভিজ্জ তৈল এ পাওয়া যায়। প্রতিটি সফ্টজেল এ আছে EPA 225gm এবং DHA 150gm. EPA এবং DHA যা সুস্থ রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় সাহায্য করে। অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যাবলীতে প্রয়োজন, বিশেষ করে সুস্থ চোখ, মস্তিষ্কের বিকাশ ও মনোযোগ বৃদ্ধি এবং দেহের প্রতিটি জয়েন্টকে সঠিক ভাবে কাজ করতে সহায়তা করে। এছাড়াও Omega-3 আমাদের শরীরকে নানাভাবে সুস্থ রাখতে সহযোগীতা করে।

উপকারিতা:
  1. রক্ত সঞ্চালন প্রক্রিয়া সহজতর করে।
  2. হৃদ রোগ, স্ট্রোক প্রতিরোধে সহায়তা করে।
  3. হরমোন ভ্যালেন্স ও ত্বকের যত্নে অতি গুরুত্বপূর্ণ।
  4. কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে সহায়তা করে।
  5. মস্তিষ্কের বিকাশ ও মনযোগ বৃদ্ভিতে সহায়তা করে।
  6. রিউমাটয়েড আর্থরাইটিস বৃদ্ধি প্রতিরোধে সহায়তা করে।
  7. বাতের ব্যথায় কার্যকরী এবং ওজন কমাতে সাহায্য করে।
  8. প্রমবসিস (রক্ত নালীতে জমাট হওয়া) হওয়ার ঝুকি কমায়।
  9. প্রিমেন্সটুয়াল সিনড্রোম/মাসিক হওয়ার ক্ষেত্রে সাহায্য করে।
  10. দেহের প্রতিটি জয়েন্টকে সঠিক ভাবে কাজ করতে সাহায্য করে।
  11. কম অক্সিজেনের কারণে শরীরের টিস্যু গুলি নষ্ট হয়ে গেলে তা ভাল করতে সাহায্য করে।

সেবন বিধি:
পূর্ণ বয়স্কদের ক্ষেত্রে খাবারের পরে/মাঝে 1টি থেকে 2টি ক্যাপসুল দৈনিক 3 বেলা সেব্য।



CODE-
376
PRICE-
2,352 Tk
QTY-
120 Softgels
MADE IN
USA



Forever Arctic Sea Demo


Forever Arctic Sea Benefits In Bangla

INGREDIENTS:
Natural Fish Oil, Calamari Oil, Olive Oil, Gelatin, Glycerin, Purified Water, Lemon Oil (Natural Flavor), Lime Oil (Natural Flavor) And D-alpha Tocopherol, Contains Fish (Salmon, Anchovy, Cod)

CONTACT
+6 1137468980 (Malaysia) 
01622582330 (Bangladesh)

No comments

Powered by Blogger.